নীলফামারীর সৈয়দপুরে নিজ শয়নকক্ষ থেকে হাফিজুল ইসলাম (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ডাঙাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। ৯ মাস আগে বিয়ে হয় হাফিজুলের। স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন বলে ধারনা স্থানীয় তাদের বাসায় প্রায়ই সব সময় পারিবারিক কলহ চলে আসছিল এরই সূত্রে হয়তো তিনি আত্মহত্যা করেন স্থানীয়দের কেউ কেউ বলছে। সৈয়দপুর থানা পুলিশ জানিয়েছেন ডেট বডি ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।