কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাইলচর গ্রামে ঝরনা ( ৫০ ) নামে এক নারীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চরম চাঞ্চল্য ও উদ্বেগ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ জুলাই ( মঙ্গলবার ) রাতে নিহত ঝর্ণা, তার স্বামী, এক ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ১৬ জুলাই সকালে ঘরে বিছানার উপর ঝরনার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ভিড় জমায় নিহতের বাড়িতে। কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্ত চলছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।