দৈনিক নয়াদিগন্তের কটিয়াদী সংবাদদাতা ফখর উদ্দিন ইমরানের শুশুর, উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামের ও ঝাকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক (অবসরপ্রাপ্ত) শিক্ষক আবু মোতালিব( ৯৫) বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন শোক বার্তায় কটিয়াদী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকগণ, কটিয়াদী উপজেলা মডেল প্লেস ক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের স্বজনদের সমবেদনা প্রকাশ করেছেন।