পঞ্চগড়ে সাব রেজিস্ট্রি অফিসের সামনে লোকালয়ে এলপিজি ফিলিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, পঞ্চগড় আঞ্চলিক শাখা এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচিতে বাপা পঞ্চগড় অঞ্চলিক শাখার সভাপতি এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, সরকার হায়দারসহ বিভিন্ন উপজেলার পরিবেশকর্মী ও স্থানীয় ভুক্তভোগীরা বক্তব্য দেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকায় অবস্থিত জেলা সাব রেজিস্ট্রি অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। সেখানে জেলার সকল মানুষের জমি সংক্রান্ত জরুরী কাগজপত্র মজুদ থাকে। এর পাশেই রয়েছে একটি মসজিদ ও পঞ্চগড় ড. আবেদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজ। এছাড়া শহরের ঘন বসতিপুর্ন একটি জনবহুল আবাসিক এলাকায় কীভাবে এলপিজি ফিলিং স্টেশনের অনুমতি দেওয়া হচ্ছে। সম্প্রতি রংপুর সিও বাজারে এলপিজি স্টেশনে বিস্ফোরনের ঘটনায় হতাহতের কথা উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই এলপিজি ফিলিং স্টেশনের প্রাথমিক অনুমোদন বাতিল করতে বিস্ফোরক অধিদপ্তর, জেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ, পৌর প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন পরিবেশকর্মীরা