পটুয়াখালীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম সজল ( অতিরিক্ত পুলিশ সুপার) সদর সার্কেল পটুয়াখালী, যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পটুয়াখালী, মুহাঃ মুজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী, মোল্লা বখতিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পটুয়াখালী, খাদিজা পারভীন, সুপারিনটেনডেন্ট, পিটিআই, পটুয়াখালীসহ আমন্ত্রিত অথিতি বৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন পাঠাগারের মালিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দরা। আলোচনা সভায় বক্তারা জ্ঞানের বিস্তার বারাতে বই পড়া এবং সংগ্রহের উপর জোর দেন। এ ছারা ব্যাক্তি কেন্দ্রীক লাইব্রেরি গুলোতে নতুন নতুন বই সরকারি ভাবে সরবরাহ করার জন্য বিনীত অনুরোধ জানান,সেই সাথে পাঠক বৃদ্ধির লক্ষ্যে প্রচার প্রচারণা চালানো সহ পাঠকদের সার্বিক সুবিদার্থে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার পটুয়াখালী এর আয়োজনে মারুফা আক্তার, সহকারী লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, পটুয়াখালী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।