জেলার গলাচিপা উপজেলার পূর্ব বাশবুনিয়া গ্রামে ২ফেফ্রুয়ারী রবিবার সকাল ৮ টার দিকে  এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের সদস্য হেলাল চৌকিদার জানায়। সরেজমিনে ঘুরে ও প্রত্যাক্ষদর্শীদের বরাতে জানা যায় যে, হেলাল চৌকিদার একজন দিনমজুর সে দেশে এবং ঢাকায় রিকশা বা লেবারি করে সংসার চালিয়ে আসছে। উল্লেখিত জমির ঘর ও জমি তাদের বলে জানায় হেলাল। হেলাল অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে আমার পরিবার নিয়ে বসবাস করা ঘরটি সকালে হঠাৎই আলমাস,লোকমান,মনির,সরোয়ার,নাসির ও মনিরসহ অজ্ঞাতনামা বেশকিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরটি সম্পূর্ণ ভেঙে মাটিতে গুরিয়ে দেয় এমনকি ঘরের জমি কেটে অবকাঠামো নস্ট করে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের উল্লেখিত সন্ত্রাসীরা অস্রেরমুখে জিম্মি করে, ভয় পেয়ে হেলালের পরিবার অন্যঘরে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে ঘটনাস্থলে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ এসে হেলালকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করার জন্য বলেন। এ বিষয় অফিসার্স ইনচার্জ গলাচিপাকে মুঠোফোনে বারবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায় নি। অসহায় দিনমজুর হেলাল বলেন আমার টাকা ও জনবল কিছু না থাকায় প্রতিপক্ষ তাদের পৈতৃক ভিটা জবরদখল করছে, এ বিষয় পটুয়াখালী জেলা পুলিশ, জেলা প্রশাসক সহ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। উল্লেখিত বিষয় বক্তব্য জানতে চাইলে প্রতিপক্ষ কোন কথা বলতে রাজি হয়নি, এ ছারা ঘটনার বিষয় হেলালের বক্তব্য নিতে গেলে প্রতিপক্ষের লোকজন এ প্রতিবেদকের দিকে তেরে আসে এবং অসৌজন্যমূলক আচরণ করে।