পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিএনপিপন্থী কর্মকর্তাদের সংগঠন জিয়া পরিষদ-এর নতুন কমিটি গঠিত হয়েছে।
২২ জুন (রবিবার) ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার দায়িত্ব পেয়েছেন।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি মো. শাহজালাল, মুহাম্মদ জাহিদ আল মামুন, মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ, মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. কে. এম. শাহাদৎ হোসেন মিয়া, দপ্তর সম্পাদক মো. লোকমান হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহমুদ আল জামান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুইন আহমেদ, অর্থ সম্পাদক মো. ইলিয়াস উদ্দিন হাওলাদার।
তথ্য ও গবেষণা সম্পাদক এস. এম. মেহেদী হাসান। মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ডলি বেগম৷ এছাড়া কমিটিতে ৭ জন নির্বাহী সদস্য এবং ১৬ জন সদস্য রয়েছেন।
উল্লেখ্য, মো. আবু বক্কর সিদ্দিক পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ড. হাচিব মোহাম্মদ তুষার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।