রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোকসার দুইজন ব্যক্তি নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (২১ মে) বিকেল তিনটার দিকে পাংশার মাছপাড়া এলাকায়।
নিহতরা হলেন খোকসা উপজেলার জানিপুর গ্রামের অশোক কর্মকার এবং কমলাপুর স্কুলপাড়া এলাকার কুরবান আলী। তারা দুজনই পাংশা বাজারের একটি স্বর্ণকারের দোকানে হালখাতা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরার পথে পাংশা মাছপাড়া এলাকায় একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পেশায় দুজনই স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।