দিনাজপুরের খানসামা উপজেলার মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ার দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে আজ থানার পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটখেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা পাওনা ও ঋণের হিসাব সংবলিত একটি কাগজ পাওয়া যায়।

ব্যাবসায়ীর ছেলে মামুন রানা মিম বলেন, “সোমবার বিকেলে বাবা ব্যবসায়িক কাজে রাণীরবন্দর এলাকায় যান। সন্ধ্যার দিকে বাসায় ফিরে বাড়ির পাশে বাঁশের চৌকিতে বসে ছিলেন। আমি তাঁকে বলি, ‘চলেন বাড়ি যাই।’ জবাবে তিনি বলেন, ‘তুমি যাও, আমি পরে আসছি।’ কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। এরপর আমরা মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাই। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী পাটখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।
পরিবার বলছে, মো. দেলোয়ার হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং জমিজমা নিয়েও তাঁর কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুরহস্য উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।