পাবনা জেলার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 সোমবার (২৫ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মোট ৪৫৭.১৪৩ কেজি রুই জাতীয় মাছের পোনা খয়রান ব্রিজ সংলগ্ন প্লাবনভূমি ও উপজেলার ৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা হয়।


উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এবং জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ ওমর আলী, সিনিয়র সহকারী পরিচালক (পাবনা), উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় মৎস্যজীবী, সুফলভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গাজনার বিলের বিশাল জলরাশিতে মাছের পোনা অবমুক্ত হওয়ায় এ অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।