পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নে ভূমি অফিস স্থানান্তরের দাবিতে টানা মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে। দাবির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে স্থানীয়রা রবিবার সকালে পাবনা–সুজানগর আঞ্চলিক সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী আন্দোলন চালায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বর্তমান ভূমি অফিসের অবস্থান ইউনিয়নের কেন্দ্র থেকে অনেক দূরে হওয়ায় গ্রামীণ সাধারণ মানুষের জন্য জমিসংক্রান্ত কাজে যাওয়া-আসা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে প্রবীণ, নারী ও দিনমজুর শ্রেণির মানুষেরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই তারা অবিলম্বে ভূমি অফিসটি মানিকহাট ইউনিয়নের কেন্দ্রীয় এলাকায় স্থানান্তরের দাবি জানান।
এসময় বক্তারা বলেন, বারবার আবেদন করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।