‎নানা চড়াই উৎরাই পেরিয়ে গত ০৩ মে পাবনা শহর অংশে পাঁচ কিলোমিটারব্যাপী ইছামতী নদী খনন কাজ শুরু হয়। সেদিন সকালে শহরের লাইব্রেরী বাজার পুরাতন ব্রীজের পাশে খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। এ কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত ছিলো পাবনাবাসী। তাদের প্রত্যাশা, আবার আগের স্রোতস্বীনি ইছামতী নদী হবে। নদীপাড়ে সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রাণ ফিরবে নদী ও মানুষের। আইনি জটিলতায় থমকে গেছে সেই কাজ। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঠিকাদার প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্সের এই কাজ থেমে যাওয়ায় ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার আয়োজনে সকল আইনি জটিলতা নিরসনে ও শহর অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খনন কাজকে বেগবান করার জন্য এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
‎মঙ্গলবার ২৬ আগস্ট সকাল দশটায় ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস।
‎সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম ও জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা।
‎সংগঠনের সদস্য ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক নদী গবেষক ডঃ মনসুর আলম, পাবনা এনএ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, শহীদ সাধন সংগীত কলেজের অধ্যক্ষ মুনিরা পারভিন, মহসিন আলী, মানিক মজুমদার, সিটি কলেজ পাবনার সহকারী অধ্যাপক শামসুন্নাহার বন্যা, আদর্শ গার্লস হাই স্কুল পাবনার প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, মহীয়সীর সিনিয়র সহ সভাপতি ফিরোজা খান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, শামসুল হুদা ডিগ্রী কলেজের সভাপতি নজরুল ইসলাম বাবু। 
‎ 
‎জেলা যুবদলের যুগ্ন আহবায়ক কায়েম হোসেন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন, সাংবাদিক আর কে আকাশ, এমএস ফুডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, উত্তরণ সাহিত্য পরিবারের সাহিত্য সম্পাদক মঞ্জুয়ারা ইয়াসমিন নীলিমা, শিক্ষানবিস আইনজীবী মীর ফজলুল করিম বাচ্চু, পাবনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সদর পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা ইয়াসমিন ও সদর থানা দলের সভানেত্রী মহসিনা খান সেতু, লাইব্রেরী বাজার দারুস সালাম বালিকা মাদ্রাসার সভাপতি আব্দুল মালেক, সেলিম নাজির উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইয়াকুব আলী, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, আমার দেশ পাঠক মেলার সভাপতি আবুল কালাম আজাদ, আইন সহায়তা কমিটির সভাপতি আফজাল হোসেন বটু, আদর্শ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সাথী খাতুন, 
‎এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতিক কর্মী ভাস্কর চৌধুরী, ১১ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ সকল দল ও শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।