নকল শিশুখাদ্য, ফলের জুস তৈরি করে বাজারজাত করা হচ্ছিল দীর্ঘদিন ধরে পাবনা রামানন্দপুর এলাকায় এস সান নামক প্রতিষ্ঠান। তবে সেই ফলের জুসে কোনো ধরনের ফলের উপস্থিতি নেই। শুধু বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং রং ব্যবহার করেই তৈরি করা হচ্ছিল সেসব জুস।

সোমবার ১১ আগস্ট দুপুরে পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি এর নেতৃত্বে কারখানাটিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও মুসলিকা নেয়া হয় এবং অননুমোদিত সমস্ত পন্য ধ্বংস করা হয়।

 আরো উপস্থিত ছিলেন নিরাপদ ফুডের নমুনা সংগ্রহকারি আশরাফুল আলম।

অভিযানে সহায়তা করেন জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল।