রবিবার ১০সে আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে  ফরিদপুর সহকারী ভূমি কমিশনার মোঃ সানাউল মোর্শেদ কর্তৃক ফরিদপুর উপজেলার সোনাহারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ২ টি কারখানা থেকে আনুমানিক ২৭ বস্তা অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষাধিক  টাকা। এসময় একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দ কৃত অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য  অফিসার সুজিত কুমার মুন্সী।

ফরিদপুর সহকারী ভূমি কমিশনার মোঃ সানাউল মোর্শেদ জানান মাছ রক্ষার্থে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুর থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।