পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে সাজেকের উদ্দেশ্যে ২ (দুই) তরুণ। মাহি আনোয়ার (২১) আজাহার মাহমুদ তুহিন (২৫) নামে (দুই) তরুণ কখনো হেঁটে, কখনো বিভিন্ন গাড়ি সহযোগিতায় চট্টগ্রাম থেকে কাপ্তাই-রাঙ্গামাটি-লংগুদু-মেরুং হয়ে এসেছেন সাজেকের উদ্দেশ্যে। চট্টগ্রাম লিংক রোড থেকে গত ১৩ এপ্রিল তারা যাত্রা শুরু করেন।

পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে সাজেকের উদ্দেশ্যে ২ (দুই) তরুণ। মাহি আনোয়ার (২১) আজাহার মাহমুদ তুহিন (২৫) নামে (দুই) তরুণ কখনো হেঁটে, কখনো বিভিন্ন গাড়ি সহযোগিতায় চট্টগ্রাম থেকে কাপ্তাই-রাঙ্গামাটি-লংগুদু-মেরুং হয়ে এসেছেন সাজেকের উদ্দেশ্যে। চট্টগ্রাম লিংক রোড থেকে গত ১৩ এপ্রিল তারা যাত্রা শুরু করেন।

সেখান থেকে দেশের সর্ব বৃহত্তর জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা (সাজেকের) অভিমুখে যাত্রা করেন। মাহি আনোয়ার জানান, তিনি প্রায় ৫-৬ বছর আগে পদযাত্রা শুরু করেছিলেন। এই পদযাত্রাই কখনো পায়ে হেঁটে, কখনো বিভিন্ন গাড়ির সহযোগিতায় (কোন প্রকার ভাড়া ছাড়াই) ঘুড়ে বেড়ান দেশের আনাচে কানাছে। তিনি আরো বলেন, আমাদের যাত্রা পথে যেখানে রাত হয় সেখানে তাবু করে থাকি। আমাদের কাছে সব কিছুই আছে (তাবু, চুলা, প্লেট,গ্লাস,পানির পাত্র ইত্যাদি)। বিগত ৫-৬ বছর দেশের প্রায় ২১০ এর ও অধিক উপজেলায় ঘুরে উচ্ছ্বসিত মাহি এবং তুহিন এবার বেরিয়ে পড়তে চান বিশ্বভ্রমণে।