তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন কেন্দ্রীয় আশ্রম পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং পুরোহিতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। হিন্দু নেতৃবৃন্দ তাদের কেন্দ্রীয় আশ্রমের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শামীম সাঈদীকে অবহিত করেন। তিনি আশ্রমের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন ও সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে সকালে আলহাজ্ব শামীম সাঈদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি উপজেলার জয়কুল এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, আইরন জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয়, কাউখালী সরকারি কলেজ, সরকারি এসবি বালিকা বিদ্যালয় ও সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষক - কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। এ সময় কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম খান, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।