কিছুদিন ধরেই কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা । অনেকে সন্ধ্যা নামলেই বাড়ি থেকে আর বাইরে বের হচ্ছে না। এরই মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৪.০০ ঘটিকায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবে প্রধান মন্ত্রীর উপহার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা । এ সময় তার সাথে উপস্থিতি ছিলেন-উপজেলা আইসিটি অফিসার রনজিৎ মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,সাধারণ সম্পাদক মোঃ সালমান খান সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ।
গত কয়েকদিন ধরে রাতে উপজেলা প্রশাসক নিজেই তার গাড়ি বহরে কম্বল নিয়ে ষ্টেশন ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাচালকদের হাতে শীতার্তদের কম্বল পরিয়ে দেন। অপ্রত্যাশিতভাবে উপজেলা প্রশাসককে কাছে পেয়ে অনেকে তাদের দাবি তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা তাদের খোঁজখবর নেন। কম্বল পাওয়া রামচন্দ্রপুর গ্রামের আনন্দ মিয়া জানান, তার চেয়ে অসহায় মানুষ গ্রামে আর কেউ নেই। তবে ইউএনও স্যারের হাতে একটা কম্বল পেয়ে অনেক খুশি সে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী উপহার আমরা আপনাদের মাঝে দিচ্ছি। এসময় তিনি সমাজের বিত্তবানরা যারা আছে তারা যদি একটু এগিয়ে আসে তাহলে অসহায়-গরিব মানুষেরা শীতের হাত থেকে রক্ষা পাবে।