গত ৩ ই জানুয়ারী রোজ সোমবার ময়মনসিংহ একটি ছাত্রাবাস থেকে এক ছাত্রের মরাদেহ উদ্ধার করা হয়।লাসটি ফাঁসিতে ঝুলা অবস্থায় ছিলো। জানা যায় ছেলেটির নাম সাব্বির ইসলাম। বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার একটি গ্রামে।পড়াশোনা করছেন মিরপুর বাংলা কলেজ এ অনার্স ৩ য় বর্ষে।জানা যায় সোম বার বিকাল তিনটার দিকে ফেসবুকে একটি কান্না করা ভিডিও আপলোড দিয়ে তার প্রেমিকার ভাইকে দোষারোপ করে। তার পোস্টটি ছিলো..
আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া।আমার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম। আমার জেরিন কে ব্ল্যাকমেইল আমার থেকে দূরে সরিয়েছে৷ আমি চাই আমার লক্ষীটা সবসময় ভালো থাকুক আম্মু -আব্বু আমাকে ক্ষমা করে দিও তোমাদের কথা রাখতে পারলাম না।
জানা যায় পোস্ট দেওয়ার পরেই ফাঁসির দড়িতে ঝুলে আত্মহত্যা করে এই যুবক।পরবর্তীতে ময়না তদন্তের জন্য পুলিশ এসে লাস নামিয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয়রা জানায় সাব্বির অনেক ভালো ছেলে ছিলো একদিন আগেও রক্ত দান করেন।তার মৃত্যুতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে