বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাটাখালি মোড় এলাকায় আপ্যায়ন হোটেলের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. আরমান (২২), পিতা সাফায়েত হোসেন, গ্রাম: কাগুইয়া, উপজেলা: লাকসাম, জেলা: কুমিল্লা।
২. মনির হোসেন (২৪), পিতা মুক্তার হোসেন, গ্রাম: চন্দ্রনগর, উপজেলা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা।
৩. দেলোয়ার হোসেন টিটু (৪৫), পিতা মৃত ইমরান হোসেন, গ্রাম: ছোট শ্রীরামপুর, উপজেলা: সুধারাম, জেলা: নোয়াখালী।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান,
“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। পরে এসআই মিশন, এসআই আব্দুল হালিম এবং এসআই ওয়াজেদসহ পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযানে নামে।”
অভিযানে কাভার্ডভ্যানটিকে থামিয়ে তল্লাশি চালালে, তার পেছনের বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাথে সাথে গাঁজা পাচারের সঙ্গে জড়িত ওই তিনজনকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেশের এক জেলা থেকে অন্য জেলায় মাদক সরবরাহ চক্রের একটি অংশ হিসেবে এই তিনজন কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।