ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

ফটিকছড়ি প্রতিনিধি 
চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) দিনভর নানা কর্মসূচি, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার মধ্য দিয়ে ফুটে ওঠে বাংলার চিরায়িত ঐতিহ্য।

সকালে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তরুণ-তরুণীদের রঙিন শাড়ি-পাঞ্জাবি, শিশুদের বাহারি পোশাক আর খোঁপায় ফুলের সাজে ফুটে ওঠে বৈশাখের প্রাণচাঞ্চল্য।

উপজেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে দিনব্যাপী চলে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, ছড়া পাঠ ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, “অতীতের গ্লানি ভুলে গিয়ে নতুনকে বরণ করে নিতে হবে। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে।” এ সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'এসো হে বৈশাখ' গানটির সুরে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে বসে বৈশাখী মেলা। মেলায় ছিল হরেক রকমের দেশীয় খাবার, হস্তশিল্প, খেলনা ও বিনোদনের নানা আয়োজন, যার মধ্যে ছিল নাগরদোলা অন্যতম আকর্ষণ।

অন্যদিকে ফটিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগেও ছিল বর্ণাঢ্য আয়োজন। বিএনপির আহ্বায়ক কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিশাল বৈশাখী শোভাযাত্রা বের হয় উপজেলা বিএনপির কার্যালয় থেকে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. এজাহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও, ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিএনপি নেতা সরওয়ার আলমগীরের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় বলীখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।