কুমিল্লায় দেবিদ্বার উপজেলার, ঐতিহ্যবাহী ফতেহাবাদ গ্রামের রেমিটেন্স যুদ্ধাদের অর্থায়নে পরিচালিত সংগঠন, ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন।
ঈদ পূর্ণমিলন ও হিফযুল কোরআন প্রতিযোগিতা, ২০২৬ বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি মূলক এবং বিদেশ ফেরত আসা প্রবাসী সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান, অসহায় পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদানের জন্য একটি অনুষ্ঠান আয়োজন হয়।
৬ই জুলাই ২০২৫ রবিবার সকাল ১০ ঘটিকায় ফতেহাবাদ নায়েব আলী কলেজের হল রুমে জনাব, মুফতি ওবায়দুল্লাহ বিন নুরুল্লাহ সাহেবের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব, আলী হায়দার হেলাল মুন্সী, প্রাক্তন ডেপুটি জোনাল ম্যানেজার গ্রামীণ ব্যাংক, সাবেক সভাপতি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়, প্রধান উপদেষ্টা ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নজরুল ইসলাম মুন্সী, বিশিষ্ট শিল্পপতি দেবিদ্বার, সাবেক সভাপতি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় ।
প্রধান মেহমান হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ মাসুদুর রহমান খোকন বিশিষ্ট শিল্পপতি কুমিল্লা, সভাপতি ফতেহাবাদ নায়েব আলী কলেজ, উপদেষ্টা ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন।
প্রধান আলোচক হাফেজ মাওলানা আতাউর রহমান
উপদেষ্টা ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন।
সার্বিক পরিচালনায় জনাব, কাজী সাইফুল ইসলাম মিঠু মুন্সি সাহেব, উপদেষ্টা ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন, কাজী ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন, জনাব হাফেজ মোহাম্মদ আবু কাওসার গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন, হাফেজ আলাউদ্দিন সরকার, মোহাম্মদ হাসান মিয়া, সদস্য ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন। এ্যাডভোকেট হুমায়ুন কবির সরকার, কুমিল্লা জজকোর্ট, হযরত মাওলানা আবু নাহিয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সদস্যবৃন্দ।
ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনটি একটি সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পর থেকেই এলাকার অসহায় গরীব মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।ইসলামিক সমাজ বিনির্মাণে এই সংগঠনটি দেবিদ্বার উপজেলার সকল হাফেজ ছাত্রদেরকে নিয়ে প্রতিবছর ব্যাপক আকারে আয়োজন করেন, হিফজুল কোরআন প্রতিযোগিতা। মূলত এই কোরআন প্রতিযোগিতাকে আরো ব্যাপক আকারে প্রতিযোগিতাপূর্ণ করার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আজকের এই সভা আয়োজন করা হয়। এলাকার কোন প্রবাসী সদস্য দেশে আসলে তাদেরকে সম্মাননা স্মারক হিসাবে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। যেমনটি আজকেও তারা তাদের সংগঠনের কয়েকজন ছুটিতে দেশে ফিরত আসা প্রবাসী সদস্যদের ক্রেস্ট উপহার দিয়ে অভিনন্দন জানান।
প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম মুন্সী সাহেব তার বক্তব্যে বলেন, করোনা কালীন সময়ে এই প্রবাসী কল্যাণ সংগঠনটি অক্সিজেন থেকে শুরু করে আর্থিক সহায়তা দিয়ে অসহায় মানুষের পাশে ছিল। সমাজে রাস্তাঘাট উন্নয়ন, অসহায় দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আর্থিক অনুদান,ও অসুস্থ মানুষদের চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করে আসছে এই সংগঠনটি। যেখানে অসহায়তা সেখানেই কাজ করে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন । যেমনটি আজও এই অনুষ্ঠানের মাধ্যমে ফতেহাবাদ গ্রামের এক অসহায় পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। ফতেহাবাদ গ্রামের প্রবাসীদের আর্থিক সহায়তায় চলে এই সংগঠনটি।
আগামী দিনে ও এলাকার যেকোনো উন্নয়ন কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই সংগঠনটির পাশে থাকবেন। দেশের রেমিটেন্স যোদ্ধাদের যেকোন সমস্যায় তিনি পাশে থাকবেন।
সমাপনী বক্তব্য রাখেন, জনাব আলী হায়দার হেলাল মুন্সি, তিনি বলেন, প্রবাসীরা দেশের বাইরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য রেমিটেন্স পাঠিয়ে থাকেন। তাদের কষ্টার্জিত এই অর্থ দিয়ে আমরা দেশ ও সমাজকে সুন্দর করতে পারছি। সুতরাং তারা যেমন করে সমাজের অসহায়ত্ব দূর করার জন্য মানুষের পাশে দাঁড়িয়েছেন, এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি ও তাদের পাশে থেকে একত্রে কাজ করা আহবান জানান।