কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মনোয়ারা বেগম (৪২)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে নন্দীরকুটি গ্রামে,নিহত গৃহবধু ওই গ্রামের জব্বার আলীর স্ত্রী।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মনোয়ারা বেগম (৪২)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে নন্দীরকুটি গ্রামে,নিহত গৃহবধু ওই গ্রামের জব্বার আলীর স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনোয়ারা বেগম  (৪২), দীর্ঘ দিন যাবৎ মানসিক রোগে ভুগিতে ছিল। ঘটনার দিন স্বামী দিনমজুরের কাজ করতে যায় এবং সন্তানেরা বাইরে খেলাধুলার জন্য যায় খেলাধুলা শেষে নিহত গৃহবধুর ছোট মেয়ে জান্নাতুল খেলাধুলার শেষে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে এবং দেখতে পায় তার মা গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। মেয়ের চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে থানায় খবর দেয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, নিহত গৃহবধূ  মানসিক ভারসাম্যহীন হওয়ায় এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।