লক্ষ্মীপুরে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ ও প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।


শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠান কার্যালয়ে ৬০০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। তাদের মধ্যে একাদশ শ্রেণিতে সাড়ে ৫০০ ও ডিপ্লোমা ১ম পর্বে

৫০ জন শিক্ষার্থী রয়েছেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যাপক কাজী সায়মা বিনতে ফারুকী।

এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু, কাজী হাসানুজ্জামান-অজিউল্যাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।