সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট পোস্টের মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন হায়দার আলী আকন্দ।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) এলাকার মো. আব্দুস সোবহান আকন্দের ছেলে ভুক্তভোগী মো. হায়দার আলী আকন্দ (৪০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত "নুরজাহান আক্তার নুরজাহান" নামের ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী হায়দার আলী আকন্দের বিরুদ্ধে ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুন্ন করে অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী হায়দার আলী জানান, গত ৮ জুলাই বিকাল ৪টার দিকে তিনি তার নিজের ফেসবুক আইডি থেকে দেখতে পান, ওই ভুয়া আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ফেসবুকে অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।