আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়ে সবচেয়ে বেশি অবদান রাখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যে কারণে তারা বেশি টাকা নিয়ে থাকে। ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত আইসিসি বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা করে আয় করতে পারে। আইসিসির বার্ষিক আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ পেতে পারে ভারত।
প্রতি বছর প্রায় ১ হাজার ৮৯৫ কোটি টাকা পেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত আট বছরে ভারতীয় বোর্ড পেয়েছিল প্রায় ৩ হাজার ৩২২ কোটি টাকা। প্রতি বছরে পেয়েছে ৪১৬ কোটি টাকা করে। গত আট বছরে ভারত যা পেয়েছে এবার এক বছরেই তার অর্ধেক পাবে।