অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে


বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরে তারা দ্রুত সড়ক সংস্কার, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার সমাধান দাবি করেন।

শিক্ষার্থীদের ক্ষোভ
সমাজবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী শরিফুল বলেন,

> “আমরা ভর্তি হয়েছি গত বছরের অক্টোবর মাসে, ক্লাসও শুরু হয়েছে তখনই। কিন্তু আজ পর্যন্ত আমাদের ব্যাচের কেউ হলে সিট পায়নি। অথচ অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই সিট বরাদ্দ দেওয়া হয়। শুধু তাই নয়, ক্লাসরুম সংকট মারাত্মক আকার নিয়েছে। লাইব্রেরির অবস্থাও নাজুক—সাত হাজারের বেশি শিক্ষার্থীর জন্য রিডিং রুমের সিট বরাদ্দ আছে মাত্র দুইশ জনের জন্য। আমরা চাই অবিলম্বে সংস্কার হোক।”



আরেক শিক্ষার্থী আসিফ বলেন,

> “আমাদের দ্রুত অবকাঠামোগত সংস্কার চাই। দেশের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখানে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক নতুন ছাত্র হল নির্মিত হচ্ছে, অথচ ববিতে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। অবকাঠামোগত দিক থেকে আমরা চরম বৈষম্যের শিকার।”



দাবি ও হুঁশিয়ারি
আন্দোলনরত ছাত্র সমাজ জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ইউজিসি বা সরকার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হয় তবে তারা দক্ষিণবঙ্গ ব্লকড করতে বাধ্য হবে।

তাদের তিন দফা দাবি হলো—

1. অবকাঠামোগত সংস্কার


2. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি


3. পরিবহন ব্যবস্থার উন্নয়ন


✍️ প্রত্যয় রায়
ক্যাম্পাস প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়