বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা। বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়েছে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে।

সকাল সাড়ে ১০টায় কলেজের মূল ভবনের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, কবি জীবনানন্দ দাশ শুধু আমাদের সাহিত্য জগতের নয়, এই ব্রজমোহন কলেজেরও গর্ব। তিনি এখানকার প্রাক্তন শিক্ষার্থী এবং পরবর্তী সময়ে শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রতি বছর এই মেলার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসেন, তার স্মৃতি আমাদের অনুপ্রাণিত করে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সাংস্কৃতিক ব্যাক্তি এবং বিএম কলেজের ছাত্র নেতারা।  আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে কলেজের শিক্ষার্থীরা কবি জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।


বিএম কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে, যেখানে প্রতিদিনই কবি জীবনানন্দ দাশকে নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মেলায় বিভিন্ন ধরনের স্টল রয়েছে, যেখানে কবি জীবনানন্দ দাশের লেখা বই, তাকে নিয়ে রচিত গ্রন্থ, সাহিত্য সাময়িকী ও অন্যান্য প্রকাশনা পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে ঐতিহ্যবাহী পিঠা-পুলি, খাবার ও দেশীয় পণ্যের সমারোহ।

বরিশালবাসীর জন্য এটি শুধু একটি মেলা নয়, বরং কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবনবোধকে নতুন করে জানার, উপলব্ধি করার একটি অনন্য সুযোগ।