নগরীর নিউমার্কেটস্থ ডায়মন্ড রেস্টুরেন্ট এ, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলা এর দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫,গত ১২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোজ্জামেল হক (ভুতপূর্ব অধ্যক্ষ পটিয়া সরকারী কলেজ ও উপদেষ্টা বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ এর সম্মানিত অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ এর কেন্দ্রীয় চেয়ারম্যান শাহ্ মজিবুল হক। 

এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রতন দাশ,২/লেঃ মোঃ সিরাজুল ইসলাম,কেন্দ্রীয় সিঃ সহ- সভাপতি শামীম আহমেদ,কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন উদ্দীন চৌধুরী,কেন্দ্রীয় সহ-সভাপতি আ.ন.ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া,কেন্দ্রীয় সহ-সভাপতি মাকসুদুর রহমান রাসেল,কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ এস এম মাসুম হান্নান,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক আজম ও চট্টগ্রাম জেলা সেক্রেটারি আজিজুল ইসলাম।চট্টগ্রাম জেলা সভাপতি ইকবাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রোগ্রাম আহবায়ক লায়ন মোহাম্মদ রেজওয়ান এর সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আশিকুর রহমান প্রবাল সহ বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার সকল সদস্যবৃন্দ।সকলের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে কাউন্সিল প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয় এবং ২০২৫-২৭ বর্ষের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। 

আশিকুর রহমান প্রবাল কে সভাপতি,আজিজুল ইসলাম কে সিঃ সহ সভাপতি ও লায়ন মোহাম্মদ রেজওয়ান কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন কাউন্সিলররা।কেন্দ্রীয় চেয়ারম্যান নতুন নির্বাচিত প্যানেল বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা কে আরও সুসংগঠিত ও গতিশীল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।