বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত পিরোজপুর টাউন হল মাঠে ২৩ নভেম্বর শনিবার বিকাল তিনটায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ সিদ্দিকুল ইসলাম খন্দকার।সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান। সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চলের পরিচালক জনাব আলহাজ্ব কবির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ বিন সাঈদী, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সদস্য ও বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক জনাব মশিউর রহমান সহ বরিশাল অঞ্চলের শ্রমিক নেতা ও কর্মীবৃন্দ। মাসুদ সাঈদী বলেন, শ্রমিকরাই এদেশের সম্পদ। শ্রমিকদেরকে নতুন করে উজ্জীবিত হতে হবে।দেশের কল্যাণেএগিয়ে আসতে হবে।দেশের কল্যাণে কাজ করতে হবে। শ্রমিকদের কাজের মাধ্যমে অর্থনীতির চাকা ত্বরান্বিত হবে।তাদেরকে মূল্যায়ন করতে হবে,সঠিক শ্রমিক নেতৃত্বই দক্ষ জনবল তৈরি করতে পারে।দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দক্ষ জনবল এর বিকল্প নেই।এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।