পটুয়াখালীর বাউফলে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় উপজেলার সবচেয়ে বড় তিন পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্ক চালু করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।
আজ ২৬ জুন ( বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত বাউফল সরকারি কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ধানদি কামিল মাদ্রাসায় শিক্ষার্থী বান্ধব এই হেল্প ডেস্ক চালু করা হয়।
বাউফল উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ লিমন হোসেনের নেতৃত্বে হেল্প ডেস্ক থেকে উপজেলার তিন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে পাঁচশত হাফ লিটার পানির বোতল, পাঁচ শতাধিক খাবার স্যালাইন, সহস্রাধিক কলম এবং মাস্ক বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষার্থী আফনান ফাতেমা বলছেন, ইসলামী ছাত্র শিবিরের এ ধরনের আয়োজনে আমি অত্যন্ত খুশি। একই সাথে শিক্ষার্থীবান্ধব এমন কর্মসূচি দেয়ার জন্য ড. মাসুদ স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ধান্দি কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ তামিম বলেন, আমি পরীক্ষা শেষ করে পানির দোকান খুজতেছিলাম। কয়েক ঘন্টা পরীক্ষা দিয়ে গলা শুকিয়ে আসছিল। হঠাৎ দেখলাম ইসলামী ছাত্রশিবির ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্যারের শিক্ষার্থীবান্ধব হেল্প ডেস্কে ছাত্র-ছাত্রীদের ভিড়। পরে সেখানে গিয়ে দেখলাম পানির বোতল, কলম আর মাস্ক দিচ্ছে। সবার মতো আমিও নিলাম। এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানাই ।
এ সময় উপজেলার তিনটি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক মু. জোবায়ের বিন আঃ মুত্তালিব, বায়তুলমাল সম্পাদক মু. আব্দুল্লাহ ইবনে হারুন, বাউফল পূর্বজোনের সভাপতি আবিদ আন নাহিয়ান, ধান্দি কামিল মাদ্রাসার সভাপতি হাফেজ সিফাত, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তাহসানুল বান্না, বাউফল পৌর সভাপতি হাফেজ নাহিদুল ইসলাম, বাউফল দক্ষিণ জোনের সভাপতি জাকারিয়া, নাজিরপুর ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক নাঈমসহ অন্যরা।