পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আজ শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, সামাজিক উন্নয়ন সংগঠন, বাউফল উন্নয়ন ফোরাম ও আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে দিন ব্যাপী ফ্রি মেডিকেল সেবার আয়োজন,এই আয়োজনে চিকিৎসক হিসেবে ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসা কর্মকর্তা আবু বকর বিন সাঈদ, এবং আরো কয়েকজন দক্ষ চিকিৎসক টিমের সমন্বয়,  আজ সকাল ১০টা থেকে শুরু করে প্রায় শতাধক রুগিকে চিকিৎসাসেবা প্রদান করেন।


 

এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন জামায়াতে ইসলামী কালাইয়া ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক মো. হানিফ, কালাইয়া ইউনিয়ন শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. নূরুল ইসলাম সিদ্দিকী মাসুম, সাধারণ সম্পাদক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান এবং কালাইয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ইবনে সিনা ওষুধ কোম্পানির বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ কাওছার এ উদ্যোগে সহায়তা করেন।
কালাইয়া উন্নয়ন ফোরামের সভাপতি ও দৈনিক ইনকিলাবের বাউফল প্রতিনিধি মো. নূরুল ইসলাম সিদ্দিকী মাসুম, বলেন সাধারণ খেটে খাওয়া মানুষের দ্রব্যমূল্যের উদ্যগতির বাজারে টিকে থাকাই দায়,এর ভিতরে ভিজিট দিয়ে ডাক্তার দেখানো এবং ওষুধ কেনা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় তাদের কষ্ট লাঘব করার লক্ষ্যে আমাদের এই আয়োজন এবং আমাদের এই আয়োজন ধারাবাহিকত অব্যাহত থাকবে।
বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে গত ১০ বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি বছর অন্তত চারবার বিনামূল্যে চিকিৎসাসেবা, গ্রামীণ সড়ক মেরামত, দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ফরম পূরণে আর্থিক সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।