বাকেরগন্জ চরকাউয়া - গোমা সড়কের চরাদি মাঝের ব্রিজ নামক স্থানে রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় বরিশাল থেকে আসা মটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা টমটমের সংঘর্ষ হয়। এতে মটর সাইকেলে থাকা ৩ জন আরোহী আহত হয়।আহতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র মোঃ ফয়সাল (১৮) নামের একজন নিহত হয়। তার বাড়ি গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামে। এ ছাড়াও মটর সাইকেলে থাকা অন্য দুই আরোহী একই কলেজের ছাত্র মুশফিক ও রাকিব গুরুতর আহত। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।