বাগেরহাট, ৩ ফেব্রুয়ারি – সুন্দরবন পূর্ব বন বিভাগের পক্ষ থেকে বাগেরহাটের কেবি বাজার এলাকায়   অভিযান চালিয়ে ১২০ কেজি ওজনের  আহোরণ নিষিদ্ধ শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট শহরের কেবি বাজারে সামুদ্রিক মাছের হাটে শাপলাপাতা মাছ বিক্রির খবর পাওয়ার সাথে সাথেই বনরক্ষীদের অভিযানে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিতির আগেই সন্দেহভাজনরা মাছ ফেলে দিয়ে পালিয়ে যায়। অভিযানে জব্দ হওয়া এই মাছগুলো সরকার কর্তৃক আহরণ নিষিদ্ধ, যা বিলুপ্তপ্রায় প্রজাতির মধ্যে পড়ে।

বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ কাজী নুরুল করীম জানান, “সুন্দরবন পূর্ব বন বিভাগের তরফ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী এই প্রজাতির মাছ আহরণ ও বিক্রয় করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা।”

জব্দকৃত শাপলাপাতা মাছগুলো কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেরোসিন দিয়ে মাটির নিচে গোপনভাবে সংরক্ষন করা হয়েছে। বন বিভাগের তরফ থেকে সকলকে এ ধরনের বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।