যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও মানবসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় 'বাঁচিয়ে রাখি মানবতা'।

যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও মানবসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় 'বাঁচিয়ে রাখি মানবতা'।

১৮২৮ সালের ৮ মে রেড ক্রস/রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তাঁর জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়। সে ধারাবাহিকতায় বিশ্বের ১৯১টি দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে পালিত হয় দিবসটি।

আজ ৮ই মে আলোচনা সভার মধ্য দিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।'বাঁচিয়ে রাখি মানবতা' এ প্রতিপাদ্য কে সামনে রেখে কাঠ ব্যবসায়ী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আজীবন সদস্য জনাব গিয়াস উদ্দিন আল মামুন ও বাঘাইছড়িপৌরসভার সম্মানিত মেয়র (আজীবন সদস্য) জনাব জমির হোসেন বক্তব্য রাখেন।পরে আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।