বরিশালের বানারীপাড়া উপজেলাজুড়ে দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। প্রায় প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট উপজেলার ইলুহার এলাকায় অটো গাড়ির ব্যাটারি চুরির সময় দুই চোরকে হাতেনাতে ধরে স্থানীয়রা। আটককৃতদের বাড়ি পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার বালিহারি গ্রামে।
এছাড়া আগস্ট মাসের শেষের দিকে উপজেলার রায়ের হাট এলাকায় দুটি দোকানে, উত্তর পার বন্দর বাজারের একটি দোকানে এবং চলতি মাসের ২ সেপ্টেম্বর বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের দক্ষিণ পাশে পাশাপাশি দুটি দোকানে চুরি সংঘটিত হয়।
এমনকি ৪ সেপ্টেম্বর রাতে উপজেলার মলুহার গ্রামে দুটি ঘরে সিধেল কেটে প্রবেশ করে চুরির চেষ্টা চালায় এক ব্যক্তি। এ সময় ঘরে থাকা লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। ওই চোরের বাড়িও স্বরূপকাঠি উপজেলায় বলে জানা গেছে।
বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিন ফুরিয়ে রাত নামলেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক চুরির ঘটনায় গ্রাম ও বাজারগুলোতে অস্বস্তি বিরাজ করছে।
চুরি দমনে পুলিশের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে এলাকাবাসীর অভিযোগ, রাতে পুলিশের টহল কার্যক্রম পর্যাপ্ত নয়। ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ ব্যাপারে স্থানীয়রা দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।