দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাবুগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিলো— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।” সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এ সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নাজমুল সালেহীন -এর সভাপতিত্বে,আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আবদুর রউফ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার প্রদীপ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,
বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ নজরুল ইসলাম বাদশা, আব্দুল করিম হাওলাদার, রহমতপুুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন সিকদার,শ্রমিক দলের (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান মিন্টু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি,সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ নজরুল ইসলাম বাদশা, আব্দুল করিম হাওলাদার, রহমতপুুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন সিকদার,শ্রমিক দলের (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান মিন্টু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি,সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।