হবিগঞ্জ   জেলা পুলিশ এর পুলিশ সুপার অদ্য ১৫/০৯/২০২৫ খ্রিঃ সোমবার, রাজনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ নিয়ে বিভিন্ন নেতিবাচক  ধারণা প্রশমন করতে, কোমলমতি শিক্ষার্থীদের নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, স্কুল থেকে পালিয়ে যাওয়া, সামাজিক বিভিন্ন অপরাধ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং বিভিন্ন  প্রশ্নের উত্তর দেন । এছাড়াও শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়নে শিক্ষার্থীদের বিভিন্ন মতামত শুনেন এবং জীবনের লক্ষ্য নিয়ে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক ভিন্ন ভিন্ন জীবনের গল্প তুলে ধরেন।এ সময় বিদ্যালয়ের  শিক্ষক ও অন্যান্য  কর্মকর্তা কর্মচারী  উপস্থিত  ছিলেন।পুলিশ  সুপার, শিক্ষক ও ছাত্রীগণ কে পুলিশের  পাশে থেকে  সাহায্য  করার আহবান  জানান।