কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ইউনিয়ন এবং উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।


চর রাজিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আরডিআরএস বাংলাদেশ চাইল্ড,নট ব্রাইট(সিএনবি)প্রকল্প এর বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আজ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
ইউনিয়ন এবং উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধমূলক নানা বিষয়ে বিশদ আলোচনা করা হয়। 
চর রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়নের আদর্শ যুব সংগঠনের তিনজন করে সদস্য উপস্থিত থেকে বাল্যবিবাহ নিরোধে তাদের ভূমিকা তুলে ধরেন।

সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, সাংবাদিক আতাউর রহমান, আরডিআরএস বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ এবং তিন ইউনিয়ন এর আদর্শ যুব সংগঠনের সদস্যবৃন্দ সহ আরো অনেকেই।