বিএনপির কমিটিতে আওয়ামী লীগ কর্মীদের নাম
মোংলার সুন্দরবন ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম থাকায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিএনপির মাঝে। এতে বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা এ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়নের ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের নেতা-কর্মীদের একাংশ পূর্ব ঘোষিত শনিবারের ভোট বর্জন করার ঘোষণা দেন।
এসময় অভিযোগ করে সুন্দরবন ইউনিয়ন বিএনপির একাংশের নেতৃবৃন্দ বলেন, অগঠনতান্ত্রিকভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় ভোটাধিকার প্রয়োগে স্থান পেয়েছেন ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা। ৫ আগস্টের পরে কৌশলে বিএনপি সেজে দলে ঢুকে পড়েছেন আওয়ামী লীগ কর্মীরা। পূর্বে স্থানীয় পর্যায়ে কথা ছিল ৫১ সদস্য করে ভোটার তালিকা করা হবে, সেখানে প্রতি ওয়ার্ডে অনিয়ম করে ২০০ থেকে ২৫০ জনকে ভোটার তালিকায় রাখা হয়েছে এবং বিএনপির দলীয় কোন্দলে ত্যাগী নেতা-কর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজ দিয়ে সুন্দরবন ইউনিয়নের ওয়ার্ড কমিটির সদস্য গঠন করা হয়েছে। আমরা বিএনপির নির্যাতিত নেতা-কর্মী এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং ত্যাগী নেতা-কর্মীদের যেন মূল্যায়ন করে পুনরায় ওয়ার্ড কমিটি গঠন করা হয় এজন্য সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।