বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বিএমসি মুসলিম কমিউনিটি পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজন করে এক ব্যতিক্রমী ‘শাহী ভোজ’। ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার পবিত্র জুমার নামাজের পর বিএম কলেজের পরীক্ষা ভবনে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা।
মাত্র ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি'র মাধ্যমে শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ পান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই শাহী ভোজের জন্য ১ লাখ ২০ হাজার টাকা মূল্যে একটি গরু ক্রয় করা হয়। খাবারের মেনুতে ছিল গরুর মাংস, সাদা ভাত, ডাল ও ফিরনি।
ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, প্রথমবারেই এত বিপুল সাড়া পাবেন, তা তাঁদের কল্পনার বাইরে ছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, মাত্র ২০০ টাকায় এত সুন্দর ও সুসংগঠিত আয়োজন প্রশংসার দাবিদার। আয়োজকরা জানান, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্যই নয়, আয়োজকরা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও বিশেষ খাসির আয়োজন রেখেছিলেন। এতে বহু সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের আন্তরিকতা ও সম্প্রীতির দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। আয়োজকদের মতে, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে সম্প্রীতির বার্তা ছড়াতেই এই উদ্যোগ।
শাহী ভোজের আগের দিন, বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীরা ক্রয়কৃত গরুটি নিয়ে কলেজ ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীরা মিছিল করে গরুটিকে অনুষ্ঠানের স্থানে নিয়ে যান, যা পুরো আয়োজনকে বাড়তি মাত্রা দেয়।
আয়োজকরা বলেন, ১৪ ফেব্রুয়ারি তথাকথিত ভালোবাসা দিবসের নামে অপসংস্কৃতির প্রচলন রুখতে এবং শিক্ষার্থীদের ইতিবাচক ও অর্থবহ আয়োজনে সম্পৃক্ত করতেই শাহী ভোজের আয়োজন। শিক্ষার্থীদের উৎসাহ ও ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে, তারা এমন ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
শুধু শিক্ষার্থীরাই নয়, বিএম কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণও এই আয়োজনে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। শিক্ষার্থীরা মনে করেন, শিক্ষকদের অংশগ্রহণ আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
বিএমসি মুসলিম কমিউনিটির এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলেছে। আয়োজকরা আশাবাদী, আগামী বছর আরও বড় পরিসরে এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করবে।