বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট এন্ড প্লানার্স সোসাইটির উদ্যোগে “গ্র্যান্ড গেট-টুগেদার এবং ডিসকাশন মিটিং ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রিসোর্টে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিক্রমপুর মুন্সিগঞ্জের অঞ্চলের বিভিন্ন উপজেলার প্রকৌশলী, স্থপতি এবং পরিকল্পনাবিদরা অংশগ্রহণ করেন যারা বাংলাদেশের বিভিন্ন ছোট বড় সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। দিনব্যাপী আলোচনা সভায় পেশাগত উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অবদান রাখার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করবে এবং স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। আলোচনা সভার সম্পন্ন করার পাশাপাশি অংশগ্রহণকারীরা গ্রুপ ফটো, মধ্যাহ্নভোজ, রিসোর্টে থাকা সুইমিংপুলে সাতার কাটাসহ নানান খোশ গল্পে মেতে উঠেন, দিনটাকে উজ্জাপন করেন। অদূর ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করা হবে বলে জানান বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট এন্ড প্লানার্স সোসাইটি।