রাজধানীর অন্যতম ব্যস্ত ও বড় ট্রাফিক সিগন্যাল এলাকা বিজয় সরণি। সেখানে ট্রাফিক শৃঙ্খলায় যানবাহনের চাপ সামলাতে ও যানজট কমাতে নতুন নিময় চালু করেছে ট্রাফিক পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) শুরু হওয়া নতুন নিয়মের দ্বিতীয় দিন রোববার (২৬ জানুয়ারি) সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকে এ এলাকার সড়কের চিত্রটা ছিল গতকালের চেয়ে ভিন্ন। তবে সকালটা ভালোভাবেই সামলানো গেছে বলে জানিয়েছেন দায়িত্বরত ট্রাফিক সদস্যরা।
দেখা যায়, নতুন নিয়ম বাস্তবায়নে সকাল থেকে বিজয় সরণি মোড়ে ট্রাফিক পুলিশের উপস্থিতি ও কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। বিজয় সরণি সিগন্যাল পার হওয়া অফিসগামী যানবাহনের চাপ বেশি থাকলেও তা সামলে নিয়েছে পুলিশ। তবে হিমশিম পরিস্থিতিতে পড়তে হচ্ছে উড়োজাহাজ সিগন্যালের কারণে। কারণ সেখানে সবচেয়ে বেশি চাপ সামলাতে হচ্ছে সকালে। বিজয় সরণিতে বেশিক্ষণ সময় সিগন্যাল চালু থাকায় এর প্রভাব চলে যাচ্ছে উড়োজাহাজ ক্রসিংয়ে। সেখানে আবার রাস্তা ক্লিয়ার না থাকায় আগারগাঁও রুটের সিগন্যাল বন্ধ রাখায় জট লেগে যাচ্ছে বিআইসিসি-আগারগাঁও মোড় পর্যন্ত। মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্যরা বলছেন, উড়োজাহাজ ক্রসিং হয়ে আসা যানবাহনের চাপ সামলানো এখন বড় দুশ্চিন্তার। বিকল্প সড়ক না থাকায় সে চাপ সামলানোর বিকল্প সমাধান না পেয়ে সিগন্যাল ছাড়া পর্যন্ত অপেক্ষায় আটকে রাখতে হচ্ছে। যা একদিকে জট সৃষ্টি করছে সড়কে।