শ্রীমঙ্গল উপজেলা ৪নং সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মঞ্চব উল্লা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৪ আগস্ট) সকাল ৯ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরাম ও শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। কুলাউড়ার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল এ সেবাটি বিনামূল্যে রোগীদের দেয়। এতে ২২৪ জন রোগী সেবা নিতে আসেন এবং তারমধ্যে ২৬ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার জন্য কুলাউড়া ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে এবং অধিকাংশ রোগীকে প্রাথমিক চিকিৎসা বাবদ চশমা ও চোখের ড্রপ দেওয়া হয়েছে।

কুলাউড়া ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের কমিউনিকেশন অফিসার মোঃ আশিক সরকার বলেন, আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্প আয়োজন করে থাকি এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে দেই। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সেবা গ্রহিতা মোঃ মধু মিয়া বলেন, আমি এর আগেও কয়েকবার তাদের মাধ্যমে সেবা নিয়েছি এবং আমার একটি চোখের ছানি বিনামূল্যে অপারেশন করিয়েছি। তাদের সেবার মান খুবই ভালো।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরাম ও শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সেচ্ছাসেবীরা।