দেশের শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তুলতে স্কুল পাঠ্যপুস্তকে এসব বিষয় অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

দেশের শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তুলতে স্কুল পাঠ্যপুস্তকে এসব বিষয় অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তারুণ্যের উৎসব ২০২৫-কে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম এ কথা বলেন। তিনি আরও বলেন, “বিশ্ব ইতিমধ্যেই চতুর্থ শিল্প বিপ্লব শেষ করে পঞ্চম শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং রোবোটিকসে বিপ্লব শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও এআই ও রোবোটিকসে শিক্ষাদান এবং গবেষণার ক্ষেত্র তৈরি করতে হবে।”তিনি বিগত সরকারের দুর্নীতির প্রসঙ্গে উল্লেখ করে বলেন, “ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে অন্তর্বর্তীকালীন সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা যায়, আমরা আগামী সরকারের জন্য একটি মজবুত অর্থনীতি রেখে যেতে পারব।”সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছেন। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।”মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন আইআইসিটি’র পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা গবেষণা খাতে বাজেট বৃদ্ধি এবং শিক্ষকদের মর্যাদা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এর আগে, সকালে ড. এম. আমিনুল ইসলাম শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘জুলাই বিপ্লব স্মরণে তারুণ্যের উৎসব’-এর উদ্বোধন করেন। উৎসবে চিত্রাঙ্কন, গল্প লেখা প্রতিযোগিতা এবং চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন হয়। এ ছাড়া রুয়েট প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে রক্তদান এবং দন্ত চিকিৎসার ব্যবস্থাও করা হয়।