তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষকের নাম এসেছে।

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১৪ জন শিক্ষক। গতকাল শুক্রবার প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন তাঁরা। ২০২৩ সালে এডি সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৬টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫০ হাজার ৫৬২ জন গবেষক স্থান পেয়েছেন। তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষকের নাম এসেছে।

এ তালিকায় রাবিপ্রবি গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ২০৩ তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সহকারি অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান। এছাড়া এই তালিকায় আরও রয়েছেন সহকারি অধ্যাপক ধীমান শর্মা, সিএসই বিভাগের সাবেক চেয়ারম্যান রানা চাকমা, সহকারি অধ্যাপক জুয়েল শিকদার, সহকারি অধ্যাপক সাদ্দাম হোসেন, সহকারি অধ্যাপক সৌরভ দত্ত, সহকারি অধ্যাপক মোহনা বিশ্বাস, সহকারি অধ্যাপক মিতুন দত্ত, সহকারি অধ্যাপক নিখিল চাকমা, সহকারি অধ্যাপক সজীব ত্রিপুরা, সহকারি অধ্যাপক ফারহা সুলতানা সহকারি অধ্যাপক সাজ্জাদ মাহমুদ, প্রভাষক রিফা আক্তার।

উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্স গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাঙ্কিং প্রকাশ করে।