বিয়ানীবাজারে নবাগত ইউএনওর সাথে জমিয়তের সৌজন্যে সাক্ষাৎ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মস্তুফা মুন্না এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ। সোমবার (২ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা আতিকুর রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমিন খান, পৌর জমিয়ত সভাপতি মাওলানা মুজিবুর রহমান, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা আব্দুল্লাহ আল মামুন, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, উপজেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মোস্তুফা আল মাসউদ শাহিন,পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আশরাফুল ইসলাম টিপু,পৌর শাখার সভাপতি আসআদুয যামান প্রমুখ।এসময় নেতৃবৃন্দ বিয়ানীবাজার উপজেলা’র ইসলামি সংস্কৃতি, সম্প্রিতি ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।এসময় নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা মুন্না সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন।