নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুল ছাত্রীর (১৪) ওপর বখাটেদের হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে ২৬ নভেম্বর মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাটওয়ারীহাট রোডে বখাটেরা ওই ছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অত:পর তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি জুবায়ের হোসেন, ফারদীন হাসান রুভা, শিক্ষার্থী সাবিহা জান্নাত। ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।