সন্ধ্যা নামতেই শুরু হয় টুপটাপ বৃষ্টি। চারদিকে ছায়া মেঘ, হালকা হাওয়া আর ভেজা পরিবেশ। সব মিলিয়ে তৈরি হয় এক রকম রোমান্টিক আবহাওয়া।

মনোবিজ্ঞানী ও যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমন পরিবেশ অনেক সময় মানুষের মনে প্রশান্তি আনার পাশাপাশি একধরনের একাকীত্বও সৃষ্টি করে। ফলে সঙ্গীর প্রতি মানসিক টান ও শারীরিক আকর্ষণ বেড়ে যাওয়া স্বাভাবিক।

কেন আকর্ষণ বাড়ে?

ভেজা কাপড় ও সিক্ত ত্বক শরীরে রক্তসঞ্চালন বাড়ায়, যা যৌন উত্তেজনার সঙ্গে যুক্ত।

মেঘলা ও স্যাঁতসেঁতে আবহ মানুষকে প্রিয়জনের কাছে আশ্রয় খুঁজতে প্রলুব্ধ করে।

হালকা ঠান্ডা বাতাস ঘনিষ্ঠতার আবহ তৈরি করে।


দম্পতিদের জন্য বিশেষ সময়

বিশেষজ্ঞদের মতে, যাদের জীবনে সঙ্গী আছে, তাদের জন্য বৃষ্টির সন্ধ্যা বা রাত হয়ে উঠতে পারে আরও ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সুযোগ। এ সময় অনেক দম্পতি সম্পর্ককে নতুনভাবে উপভোগ করেন।

বিশেষজ্ঞদের পরামর্শ,

রোমান্টিক আবহে ঘনিষ্ঠতা বাড়লেও নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা জরুরি।

সঠিক স্থান নির্বাচন করু– গোপনীয়তা ও স্বস্তি বজায় রাখুন।

পরিচ্ছন্ন থাকুন– বৃষ্টিতে ভেজার পর স্নান করে নিন।

অ্যালার্জির ঝুঁকি এড়ান– সংবেদনশীল ত্বকে ভেজা কাপড় দীর্ঘক্ষণ রাখবেন না।

পরিপার্শ্বের প্রতি খেয়াল রাখুন– খোলামেলা জায়গায় থাকলে আশপাশের মানুষজনকে বিব্রত করবেন না।


যেসব পেশায় ডিভোর্সের হার বেশি

রোমান্স ও নিরাপত্তার ভারসাম্য- স্নিগ্ধ বৃষ্টির রাতে সঙ্গীর সঙ্গে আদরমাখা সময় কাটানো হতে পারে অনন্য অভিজ্ঞতা। তবে সবকিছুই হওয়া উচিত পরস্পরের সম্মতি, স্বাচ্ছন্দ্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে।