বৃহত্তর জামতলী ক্রীড়া ঐক্য সংগঠনের অবিশ্বাস্য জয়

কক্সবাজার জেলা উখিয়া উপজেলার, সিকদার বিল পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরো নাইট গোল্ডকাপ  টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা উপজেলার খেলোয়ার দল,প্রতি বছরের ন্যায় এবছরের অংশগ্রহণ করেন বৃহত্তর জামতলী ক্রীড়া ঐক্য সংগঠন ফুটবল দল। গত কাল ২২ ডিসেম্বর রাত সখিয়া বেলি দল কে হারিয়ে ২+০ জয়লাভ কারে সেমি ফাইনাল নিশ্চিত  করেন,বৃহওর জামতলী ক্রীড়া ঐক্য সংগঠন,এতে উপস্থিত  ছিলেন বৃহত্তর  জামতলীর ঐক্য সংগঠনের সভাপতি :কামরুল ইসলাম রাজীব,সাধারণ সম্পাদক : মোস্তফা  মহসিন ক্রীড়া সম্পাদক :তারেকুল ইসলাম ইমন 
ওলিদ হাসান ওলিদ,  খেলা প্রেমিক সাগর, বিশিষ্ট ধারাভাষ্যকার ও মাঠ উচ্ছ্বাসিত করা ব্যক্তি মোতাহের হোসেন মামুন,মুবিনুল ইসলাম মুবিন,আনোয়ার শামীম,মনজুর,আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ,এ সময় বৃহত্তর জামতলী ক্রীড়া ঐক্য সংগঠনের  সভাপতি কামরুল ইসলাম রাজিব  বলেন,প্রতি বছরের ন্যায় বৃহত্তর জামতলী সংগঠন বড় বড় টুর্নামেন্ট অংশগ্রহণ করে এবং ফাইনাল পর্যন্ত জয়লাভ করে, তিনি আরো বললেন ২০২১-২২  সেশনে  তারা  ২ লাখ টাকা পুরস্কার জয় লাভ  করেন,  কক্সবাজার জেলার বৃহত্তম টুর্নামেন্ট সোনাইছড়ি থেকে,তিনি আরো বলেন খেলাধুলার মাধ্যমে এলাকার সকল মানুষকে  একত্রিত করা সম্ভব হয়, এবং এলাকার মধ্যে বৈষম্য দূরীকরণ হয়, খেলাধুলার মাধ্যমে সকল রাজনীতিক ব্যক্তি মধ্যে বৈষম্য দূর হয়।
তিনি আরো বলেন খেলাধুলা মানুষের মন মস্তিক সস্তি রাখে,এবং শরীর সুস্থ রাখে, তিনি আশা রাখেন অএ টুর্নামেন্ট ফাইনাল পযন্ত জয় লাভ করবেন।