শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি নীল-হলুদ রঙের ট্রাক থেকে ৩৪০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। ট্রাকটির আনুমানিক মূল্য ধরা হয়েছে আরও ১৯ লাখ টাকা।
আটককৃতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার ছয়না গ্রামের মৃত হারেছ বেপারীর ছেলে রসুল বেপারী (৩৯) এবং একই উপজেলার কুঙ্গীপাড়া গ্রামের মৃত কামাল খাঁনের ছেলে রাকিব খাঁন (২১)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এসআই (নিরস্ত্র) শিহাব আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশে অভিযান চালিয়ে ট্রাকসহ তাদের আটক করা হয়। তল্লাশীকালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৬৭ লিটার ৫০ মিলি।
এ ঘটনায় এসআই শিহাব আহম্মেদ বাদী হয়ে বেলাব থানায় মামলা (নং-১২, তারিখ-১৩/০৯/২০২৫) দায়ের করেন। পরে আটক আসামিদের রোববার আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই আবদুল ছামাদকে।
বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে বেলাব থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। স্থানীয়দের মতে, ঢাকা-সিলেট মহাসড়ক দীর্ঘদিন ধরে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যদিও এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে, তবুও তারা আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।